নোটিশ
আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী?
তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ

Tuesday, December 26, 2017

দুবাই ভিসা চালু সংক্রান্ত বিষয়ে কিছু কথা!


এক ,

কিছু ফেসবুক ইউজার , দেশী এবং প্রবাসী তথাকথিত সাংবাদিক নামের কিছু দুষ্ট লোকের দুষ্টামির কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। আমাদের দেশ মধ্যপ্রাচ্যের প্রতি অনেকটা দুর্বল। কারণ আমরা এখনো শতভাগ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারিনি বলে মধ্যপ্রাচের প্রবাসী শ্রমিকদের টাকায় দেশের অর্থনৈতিক চাকা সচল থাকার স্বপ্ন দেখি। গ্রাম বাংলার লক্ষ্য লক্ষ্য পরিবার এবং কোটি কোটি জনতা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের শ্রমের মজুরির প্রতি নির্ভরশীল।

২০১২ সাল থেকে বাংলাদেশের রেমিট্যান্স আয়ের দ্বিতীয় বৃহৎ উৎস দেশ আরব আমিরাত ভিসা প্রদান বন্ধ রেখেছে। ২০১৪ সালের শুরুতে সম্ভবত ফেব্রুয়ারিতে আনুষ্টানিক ভাবে বাংলাদেশী নাগরিকদের জন্য পুরোপুরি বন্ধ হয় দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা।সেই থেকেই কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট ভিসা, ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা এবং সব ধরনের বাণিজ্যিক ভিসা প্রদান সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে বাংলাদেশের রেমিট্যান্স আয়ের দ্বিতীয় বৃহৎ উৎস দেশটি। যদিও আংশিক ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা চালু আছে।

দুই ,

ভিসা বন্ধের কারণ অনেকেই অনেক রকম বলে আসছেন তাও নিজের করে। বন্ধের কারণ নিয়ে এখন আর ভাবার বিষয় নেই এখন ভিসা খুলবে কবে সেটা নিয়ে ভাবতে হবে এবং কি করে খুলবে তা উপলব্ধি করে সেই অনুযায়ী কাজ করতে হবে। দুবাইয়ে বাংলাদেশী দুতাবাস, বাংলাদেশী কনস্যুলেট কিংবা দেশের সরকার ভিসা বন্ধের সঠিক কারণ পরিষ্কার করেনি তাহলে আমরা কেন এ নিয়ে এতো কথা বলি? আমার মতে বলার কথাও নয় কারণ ভিসা বন্ধ রেখেছে আমিরাত সরকার। আমিরাতই ভালো জানে কবে চালু করবে। গত ৫ বছর থেকেই কিছু লোক প্রতি ডিসেম্বরে ভিসা চালুর মিথ্যে খবর প্রচার করে। আমিরাত সরকার বেলুন নয় যে ফুলার সময় লোকে দেখবে। বাংলাদেশের মত নয় যে কিছু একটা হচ্ছে বললেই কিছুদিন পর দেখা যায় ঠিকই হচ্ছে। আমিরাত সরকার যখন ভিসা চালু করবে সেই দিন মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবে এর আগে কেউ জানবেনা। তবে আমাদের দূতাবাস ভিসা চালু করার জন্য অনেক কৌশলিক কাজ করতে পারে। প্রথম দিকে দুতাবাস নিরব থাকেলও ভিসা চালুর বিষয়ে এখন অনেকটা তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি সরকার ও অনেক চেষ্টা চালাচ্ছে।

তিন ,

Mark Elliot Zuckerberg এর তৈরী করা ফেসবুকে আইডি বানিয়ে এবং কিছু নামে বেনামে অনলাইন পত্রিকায় মিথ্যে নিউজ করে দুবাই ভিসা চালুর অপেক্ষায় থাকা গ্রাম বাংলার মানুষের আবেগ নিয়ে খেলা করছে। আজ হচ্ছে চালু কাল হচ্ছে চালু এসব খবর পোস্ট করে লাইক কমেন্ট পাওয়া যায় বা অনলাইন পত্রিকা প্রচার করা যায় কিন্তু আবেগ নিয়ে খেলা করার অপরাধের শাস্তি প্রাপ্য হয়ে যায় সেটা খেয়াল করেনা। বছর দুয়েক আগে দুবাইয়ের পক্ষ থেকে ঢাকায় দুবাই ভিসা সংক্রান্ত একটি অফিস খুলা হয়েছিল আর বাংলাদেশের কিছু ব্যক্তি প্রচার করছে ভিসা চালু হয়েছে। মূলত ভিসা চালু হয়নি শুধু মাত্র ভিসা সংক্রান্ত সুবিধার জন্য অফিস করা হয়েছিল। এদিকে আমাদের মন্ত্রী সাহেবরা বারবার বলেন দুই দেশ ভিসা চালুর জন্য কাজ করে যাচ্ছে।

চার,

আমিরাতে বাংলাদেশী শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক রয়েছে । আমিরাতের কর্মসংস্থান বিবেচনায় বলা যায় ইনশা আল্লাহ আবার ভিসা চালু হবে তবে সেটা কবে বলা যাচ্ছেনা। কয়েক বছর যেতে পারে আবার কয়েক মাসের মধ্যেও ভিসা চালু হতে পারে। আমিরাতের মিডিয়া যখন জানিয়ে দেবে ভিসা চালু হয়েছে সেদিন থেকে সঠিক চালু হয়েছে বলে ধরে নেবেন এর পূর্বে নয়।
নতুন বছর উপলক্ষে আর ভোটের রাজনীতিতে ভিসা চালু নিয়ে অহেতুক কথা না বলাটাই উত্তম।

(লিখাটা ২০১৫ সালের। গেল কয়েকদিন থেকে আবারো ভিসা চালু নিয়ে নানান খবর দেখে পোস্ট করতে বাধ্য হলাম)

আব্দুল্লাহ আল শাহীন
শারজাহ/ইউএই

0 comments:

Post a Comment