নোটিশ
আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী?
তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ

Wednesday, December 27, 2017

তাহারাত বা পবিত্রতা


আল্লাহ তা‘আলা বলেন,
“আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।” [সূরা আল বাকারা, আয়াত-২২২]

হাদীসে বলা হয়েছে-
ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... আবূ মালিক আশ আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পবিত্রতা হল ঈমানের অংশ। “আলহামদুলিল্লাহ” (শব্দটি) পাল্লাকে ভরে দেয়। “সূবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ (পাল্লাকে) ভরে দেয়, কিংবা [রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন] আকাশ ও পৃথিবীর মধ্যবতীঃ স্থান ভরে দেয়। সালাত নামায হল আলো, সদাকা হল প্রমাণিকা, ধৈর্য হল জ্যোতি। কুরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলীল। প্রত্যেক মানুষ প্রত্যহ আপন সত্তাকে বিক্রি করে, তখন কেউ সত্তার উদ্ধারকারী হয় আর কেউ হয় ধবংস কারী।
সূত্র:
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
 গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ)
 অধ্যায়ঃ ২/ তাহারাত (পবিত্রতা) ( كتاب الطهارة)
 হাদিস নাম্বার:৪২৭

পবিত্রত হচ্ছে ঈমানের মূল। তাই পবিত্রতা অর্জন ব্যতিত সালাত বিশুদ্ধ হবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম আরো বলেন:
সালাতের চাবি হচ্ছে পবিত্রতা:
আবূ বকর, মুহাম্মাদ ইাবন যানযাওয়ায়ই আল বাগদাদী (রহঃ) এবং আরো একধিক রাবী ........ জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ জান্নাতের চাবি হল সালাত আর সালাতের চাবি হল ওয়াযু।
সূত্র:
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
 গ্রন্থঃ সূনান তিরমিজী (ইফাঃ)
 অধ্যায়ঃ ১/ পবিত্রতা ( كتاب الطهارة عن رسول الله ﷺ)
 হাদিস নাম্বার:৪

তাহারাত (পবিত্রতা)-এর আভিধানিক অর্থ: তাহারাতের আভিধানিক অর্থ হল- পরিস্কার-পবিচ্ছন্নতা,পবিত্রতা।

শরীয়তের পরিভাষায় তাহারাত দুই ভাগে বিভক্ত:
এক. হাদাছ (যে সব কারণে ওয়াযু বা ফরয গোসলের প্রয়োজন হয়)-থেকে পবিত্রতা অর্জন করা, তাকে তাহারাতে হুকমী বলে।
দুই. নাজাছাত (অপবিত্রতা)-থেকে পবিত্রতা অর্জন করা, তাকে তাহারাতে হাকীকিয়্যাহ বলা হয়।

হাদাছ থেকে ওয়াযু,গোসল অথবা (যখন পানি ব্যবহার করতে অক্ষম হয় তখন) তায়াম্মুন দ্বারা পবিত্রতা অর্জন করা হয়। [তায়াম্মুম বিষয়ে তায়াম্মুম বিভাগে দেখুন]
যে সকল পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো দ্বারা নাপাকী দূর করা যায়। যেমন, বিশুদ্ধ পানি, পবিত্র পানি, পাথর অথবা প্রক্রিয়াজাতকৃত চামড়া ইত্যাদি।

0 comments:

Post a Comment