উনিশ শ’ আশির দশকে ঢাকা কল্যাণপুরে মাস্তান ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক বস্তি এলাকা জালিয়ে এবং শিশু সন্তানসহ মানুষকে পুরিয়ে হত্যা করার মর্মান্তিক ও বিভৎস কর্মকান্ডের প্রতিবাদে রচিত।
অধ্যাপক, মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম।
অধ্যাপক, বাংলা সাহিত্য ইসলামী গবেষণা বিভাগ,
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
এম.এম. বি.এ. (অনার্স) বাংলা সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
চল মুজাহিদ চলরে চল বাধার প্রাচীর ডিংগে চল,
সাত সাগরের উর্মি দল মরু সাগর ও গিরি অচল,
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
জালেম নেতার বাহুর বল নর পিশাচের বুকের বল,
হত্যাকারীর মনের বল আঘাত হানিয়ে কর বিকল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
পরাধীনতার প্রাচীর ভাং চোর-ডাকাতের গ্যাংটি ভাং,
হাই জাকারের হাত-পা ভাং বন্দী খানায় পরা শিকল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
হারাম কাজের ভিত্তি মূল ঘুষ খোরীদের বংশকুল,
সুদ খোরীদের মিথ্যা ছল করবি নিপাত থাক অটল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
যেনাকারদের পাথর মার কটি গেরে কর ছংগেছার,
পাচার কারীর কলিজা ফাঁর চূর্ণ করে দে জোর প্রবল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
পতিতালয়ের দরজা খুল কামাও ওদের মাথার চুল,
অগ্নি শিখায় জালাও কূল দেখিস হারায় না যেন বল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
মদের বোতল উপড়ে ফেলো মিথ্যাবাদীর দাঁতটি খুলো,
সব অনাচার দু’পায় দলো জানিস একতা তোদের বল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
শয়তানদের ভন্ড চাল কুজন লোকের সাহেবী হাল,
কালো বাজারীর আরত হল হাতুড়ি চালিয়ে কর বিকল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
মাস্তান বাড়ী ঘেরাও কর সামনে পেলেই ঝাপটে ধর,
জীবন মরণ যুদ্ধ কর শেষ করে দাও ওদের বল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
মানব মনের হিংসা-খল বৈরী মনের বিষ গরল,
নেশায় যে সব মাতাল দল আজি প্রেমে সব কর সরল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
খোদার বিধান আঁকড়ে ধর ফের ইনসাফ কায়েম কর,
নাই ভেদাভেদ নাইরে পর মানবতাবাদ কর প্রচল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
আল্লাহর বাণী আল-কুরআন অটয়োমেটিক মেশিনগান,
এটিই আবার ট্যাংক-কামান বুক ফুলাইয়া জোরছে বল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
শহীদ হবার নেশায় আজি ময়দানে চল সৈন্য সাজি,
মরলে শহীদ বাঁচলে গাজী ইহাতে নাইরে কোনই ছল।
চল মুজাহিদ চল। চল মুজাহিদ চল।
0 comments:
Post a Comment