যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে, শি‘আরা যে কাফের তার প্রমাণ কি?
তাহলে দেখে নিন শি‘আদের কুফরী ‘আক্বীদাহ বা বিশ্বাসের প্রমানসমূহ-
(তাদের ‘আক্বীদাহ-ব্শ্বিাসগুলো উল্লেখের সাথে সাথে তাদের লেখা কিতাব থেকে উদ্ধৃতি দেয়া হয়েছে এজন্য যে, কেউ যেন একথা বলতে না পারে আমরা শি‘আদেরকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কেন বলবো?)
১-আল্লাহ তা‘আলা কখনো কখনো মিথ্যাও বলে এবং ভুলও করে। (না‘ঊযু বিল্লাহ) [উসূলে কা-ফী, ১ম খন্ড, পৃষ্ঠা-৮। লিখক-ইয়াকুব কুলাইনী]
২-বর্তমানে যে কুরআন মাজীদ রয়েছে তা পরিবর্তিত। (না‘ঊযু বিল্লাহ) [হায়াতুল কুলূব ৩য় খন্ড, পৃঃ ১০, মির্জা বাশারত হুছাইন]
৩-আমি ঐ আল্লাহকে রব মানি না, যিনি উছমান এবং মুআবিয়ার মত বদমাশদেরকে খলীফা বানিয়েছিলেন। (না‘ঊযু বিল্লাহ) [কাশফে আসরার, পৃঃ ১০৭, খোমাইনী]
৪-মদ্যপায়ি খোলাফাদের সুবিধার্থে এ কুরআনের মধ্যে অদল-বদল করা হয়েছে। (না‘ঊযু বিল্লাহ) [তরজুমায়ে মকবূর, পৃঃ ৪৭৯, মাকবূল হুছাইন দেহলভী]
৫-আল্লাহ তা‘আলা রিসালাতের বার্তা দিয়ে জিবরীলে আমীনকে পাঠিয়েছিলেন যে, ‘আলী (রদ্বিয়াল্লা-হু ‘আনহু)-কে রিসালাতের সু-সংবাদ দাও, কিন্তু জিবরীলে আমীন ভুল করে মু‘হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রিসালাতের সু-সংবাদ দিয়ে দিয়েছেন। (না‘ঊযু বিল্লাহ) [আনওয়ারুন নু’মানিয়্যাহ, পৃঃ ২৩৭]
৬-হযরত ‘আয়িশাহ, হযরত আনাস বিন মালেক, হযরত আবূ হুরায়রাহ, হযরত ‘উমার বিন ‘আ-স, হযরত মু‘আবিয়াহ (রদ্বিয়াল্ল-হু ‘আনহুম আজমা‘য়ীন) খুবই মন্দ লোক ছিলেন। (না‘ঊযু বিল্লাহ) [মুকালামাতে হুছাইনিয়াহ, পৃঃ ৪৯ (ইরানকর্তৃক পুরাতন ছাপা)]
৭-পুরুষ পুরুষের সাথে বিবাহ করা জায়েয এবং নিজের আপন মা,বোন এবং মেয়ের সাথেও বিবাহ করা জায়েযে আছে। (না‘ঊযু বিল্লাহ) [ফেরকায়ে তা’লীফ আবী মু‘হাম্মাদ আল-হাছান বিন মূছা]
৮-আবূ বাকার আর ‘উমার (রদ্বিয়াল্ল-হু ‘আনহুমা)-এর খেলাফত স্বিকার করা কুফরী। (না‘ঊযু বিল্লাহ) [তাফসীরে ইয়াশী, ২য় খন্ড, পৃঃ ৮৪]
৯- হযরত ‘উমার (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) প্রকৃত কাফের ছিলেন। (না‘ঊযু বিল্লাহ) [কাশফে আসরারে খোমাইনী, পৃঃ ১১৯]
১০-আবূ বাকার এবং ‘উমার (রদ্বিয়াল্ল-হু ‘আনহুমা)-কে জাহান্নামের সবচেয়ে নিন্মের জাহান্নামে শিকল দিয়ে টেনে-হেছড়ে নিক্ষেপ করা হবে। (না‘ঊযু বিল্লাহ) [হাক্কুল ইয়াক্বীন বাকের মজলিসী, পৃঃ ৫০৯]
আল্লাহ্ (জাল্লা শা-নহু), আল্লাহ্র রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সা‘হাবায়ে কিরা-ম (রদ্বিয়াল্ল-হু ‘আনহুম আজমা‘য়ীনদের উপর এত জঘন্য অপবাদগুলো দেখার পরও কি আপনার মনে সন্দেহ সৃষ্টি হয় যে, তারা কি আসলেই কাফির?
0 comments:
Post a Comment